দীর্ঘ ১১ মাস পর সোমবার পশ্চিমবঙ্গে করোনায় একজনেরও মৃত্যু হয়নি। রাজ্যের স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন থেকে এই সুখবর মিলল। সোমবার রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন মাত্র ১৯৮ জন। সবমিলিয়ে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আশায় বুক বাঁধছেন রাজ্যের স্বাস্থ্য কর্তা থেকে শুরু করে চিকিৎসক মহল। উল্লেখ্য, ২০২১ সালের শুরু থেকেই রাজ্যে করোনার প্রকোপ কমতে শুরু করেছিল। রোজই করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা করছিল। মৃত্যুতেও লাগাম টানা গিয়েছিল। সোমবার সেটা শূন্যে এসে ঠেকলো। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী সোমবার ২১২ জন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। ভোটের মুখে এই পরিসংখ্যান যথেষ্টই আশাব্যঞ্জক বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
Post a Comment
Thank You for your important feedback