জয়ের বিষয়ে নিশ্চিত ঐশী



জেএনইউ এর ছাত্রী ঐশী | পড়াশুনায় দুর্দান্ত | সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে বাম রাজনীতির অন্যতম মুখ, আহত হয়েছিলেন দিল্লির আন্দোলনে | ঐশী সিপিএম পরিবারের সদস্য, বাড়ি দুর্গাপুরে | এবারে বাম-কংগ্রেস জোটের প্রার্থী হয়েছেন 'জামুরিয়া' কেন্দ্রে | প্রার্থী তালিকা প্রকাশ হতেই দুর্গাপুরে ফিরে এসেছেন ঐশী | এসে প্রচার মাধ্যমকে জানালেন যে লড়াই তাঁদের ঐতিহ্য | বিজেপি তৃণমূলকে কটাক্ষ করে বলেন, তারকা প্রার্থী দিয়ে জয় করা যায় না, গান আন্দোলনই আগামীর পথ | দেশের দুরাবস্হার কথা তিনি তুলে ধরেন |

জামুরিয়া কেন্দ্রটি ঐশীর বাড়ির কাছেই | এই কেন্দ্রে গত ৪৪ বছর ধরে বামেরাই জিতে এসেছেন | ২০১১ এবং ২০১৬ তেও এর ব্যতিক্রম হয়নি | লাল দুর্গ হিসাবে খ্যাত জামুরিয়া | ঐশী জানলেন তাঁর প্রতিবাদ বিলগ্নিকরণ, দ্রব্যমূল্য বৃদ্ধি, পরিযায়ী শ্রমিকদের কর্মহীন হয়ে পড়া ইত্যাদি | ঐশীর বিরুফে তৃণমূলের প্রার্থী হয়েছেন শ্রমিক নেতা হরেরাম সিং |

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post