বিক্ষিপ্ত কয়েকটি অশান্তির মধ্যেই শুরু হল প্রথম দফার নির্বাচন। জঙ্গলমহলের পাঁচ জেলার ৩০ আসনে শুরু হয়েছে ভোট গ্রহণ। ভোট শুরুর ঘন্টা খানেকের মধ্যেই আক্রান্ত হলেন প্রার্থী। মার খেলেন সাংবাদিকরা। ঘটনা পশ্চিম মেদিনীপুরের শালবনিতে। বুথের সামনেই বিক্ষোভের শিকার হন শালবনির সংযুক্ত মোর্চা প্রার্থী সিপিএমের সুশান্ত ঘোষ। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ভাঙচুর করা হয় তাঁর গাড়ি। কোনও রকম পরিস্থিতি সামাল দেয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। সুশান্ত ঘোষের দাবি, শালবনি ছোটতারা গ্রামে একটি বুথের কাছে যেতেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখতে শুরু করে। সেখানে বুথের বাইরে তখন কেন্দ্রীয় বাহিনীর কোনও জওয়ান ছিলেন না। পুলিশ ছিল কার্যত নীরব দর্শক। তাঁর সঙ্গে থাকা দুজন নিরাপত্তারক্ষী কোনও রকম সিপিএম প্রার্থীকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। কিন্তু ভাঙচুর করা হয়েছে সুশান্ত ঘোষের গাড়িতে। সেসময় সেখানে উপস্থিত সংবাদ মাধ্যমের কর্মীরাও আক্রান্ত হন। বিক্ষোভকারীদের ছোড়া ইটে আহত হয়েছেন কয়েকজন সাংবাদিক ও চিত্র সাংবাদিক। একটি সংবাদ মাধ্যমের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। পুলিশ সূত্রে খবর, হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। যদিও শালবনির তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাতোর দাবি, কোথাও কারও উপর হামলার ঘটনা ঘটেনি। সবমিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত শালবনিতে।
Post a Comment
Thank You for your important feedback