নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশের আগেই কলকাতায় একাধিক পেট্রল পাম্পের বাইরে চেয়ে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সহ বিজ্ঞাপন। এটা নিয়ে আপত্তি জানিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছিল। এর ৭২ ঘন্টা পরেই নির্বাচন কমিশন জানিয়ে দিল, পেট্রল পাম্প থেকে পোস্টারগুলি সরিয়ে দিতে হবে। নির্বাচন কমিশনের এই নির্দেশে খুশি শাসকদল। অন্যদিকে ক্ষুব্ধ বিজেপি। উল্লেখ্য, গতকালই রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছিলেন বেসরকারি পাম্পগুলিতে প্রধানমন্ত্রীর ছবি সহ ব্যানার থাকতেই পারে। কিন্তু নির্বাচন কমিশন এই তত্ত্ব বাতিল করায় অস্বস্তিতে পরেছে বিজেপি।
একইভাবে করোনা ভ্যাকসিনের সার্টিফিকেটে মোদির ছবি নিয়েও আপত্তি তুলেছিল তৃণমূল। এটা নিয়েও নির্বাচন কমিশনকে জানিয়েছিল তাঁরা। বুধবারই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এই বিষয়ে অভিযোগপত্র জমা দিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনের দফতরে। এরপর দলের রাজ্যসভার সংসদ ডেরেকও ব্রায়েন একটি টুইট জানান, ভোটের নির্ঘন্ট প্রকাশ হয়ে গেছে ,এরপর নির্লজ্জের মতো করোনা টিকাকরণের সার্টিফিকেটএ মোদির ছবি দেওয়া হল কেন? কমিশনও অভিযোগ খতিয়ে দেখে নির্দেশ দিয়েছে আগামী ৭২ ঘণ্টার মধ্যে করোনা টিকার সার্টিফিকেট এবং পেট্রল পাম্প থেকে নরেন্দ্র মোদির ছবি সরাতে হবে। কারণ হিসেবে কমিশন উল্লেখ করেছে সরকারি কাজের জন্য রাজনৈতিক নেতার ছবি ব্যবহার নির্বাচনী বিধি ভঙ্গের শামিল।
Post a Comment
Thank You for your important feedback