আচমকা বুকে ব্যাথা অনুভব করায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার সকালেই রাষ্ট্রপতি বুকে সামান্য ব্যাথা অনুভব করেন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে আপাতত রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে ঠিক কি কারণে তাঁর বুকে ব্যাথা হচ্ছে সেটা জানানো হয়নি। যদিও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। আপাতত দিল্লির আর্মি হাসপাতালের চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন রাষ্ট্রপতি।
President Ram Nath Kovind visited Army Hospital (R&R) following chest discomfort this morning. He is undergoing routine check-up and is under observation. His condition is stable: Army Hospital (R&R)
— ANI (@ANI) March 26, 2021
(file photo) pic.twitter.com/A5hfrA3HXW
Post a Comment
Thank You for your important feedback