দায়িত্বজ্ঞানহীন প্রিয়াঙ্কা চোপড়া

সেলিব্রেটিরা যা করেন তাই ফ্যানরা গ্রহণ করেন বলেই মনে করা হয়। আসলে সেলেবরা ফ্রেমের বাইরেও অনেকটাই মানুষের কাছের মানুষ। আজ কর্পোরেট দুনিয়ায় সিনেমা শিল্পীরা সোশাল মিডিয়ার দৌলতে সাধারণ মানুষের একদম কাছাকাছি থাকেন। এই কারণে সেলেবরা খুব বুঝে ছবি শেয়ার করে এবং কমেন্ট করে মানুষকে আকর্ষিত করে থাকেন। অমিতাভ বচ্চন থেকে রণবীর কাপুর সকলেই সতর্ক এই বিষয়ে। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া অনেকদিনই ফ্রেমের বাইরে। তিনি নিক জোনস নামে এক মার্কিন ব্যবসায়ীকে বিয়ে করে আপাতত আমেরিকাবাসী।


সম্প্রতি তিনি 'ম্যাক্সিম ফোর' বলে একটি ছবির আয়োজক ছিলেন এবং সেই ছবির শুটিং করতে লন্ডনে এসে আটকে রয়েছেন। এখন ব্রিটেনে করোনা পরিস্থিতি ভয়াবহ, প্রবেশ প্রস্থান দুইই নিষিদ্ধ হয়েছে। ফলে প্রিয়াঙ্কা লন্ডনে আটকে রয়েছেন। তিনি সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন যেখানে সামাজিক দূরত্ব তো নেইই এমনকি মুখে মাস্ক পর্যন্ত নেই। তাঁর এই ছবি দেখে সারা নেট দুনিয়া তাঁকে ধিক্কার দিচ্ছে তাঁর এই দায়িত্বজ্ঞানহীন ছবি দেখে। ছবিটি শেয়ার করার পরই সোশাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠছে। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post