২৪ ঘন্টার মধ্যে বিষাদ বদলে গেল হর্ষে। বুধবার পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল করেছিল নির্বাচন কমিশন। ফলে পুরুলিয়া জেলা তৃণমূলের অন্দরে বিষাদের ছায়া নেমে এসেছিল। কিন্তু ২৪ ঘন্টা যেতে না যেতেই সেই বিষাদ আনন্দে পরিনত হল। কারণ কলকাতা হাইকোর্ট জয়পুরের তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন গ্রহনের নির্দেশ দিল। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। হলফনামায় সামান্য ত্রুটি থাকায় কোনও প্রার্থীর মনোনয়ন বাতিল করা যায় না বলেই রায়ে জানায় হাইকোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য জানান, ‘ওই প্রার্থীর মনোনয়নে যে ত্রুটির কথা বলা হচ্ছে, তা খুব নগণ্য। আদালতের যুক্তি সামান্য তারিখ ভুলের জন্য মনোনয়ন বাতিল হতে পারে না’। খবর পুরুলিয়া পৌঁছাতেই উচ্ছ্বসিত হয়ে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা। পুরুলিয়া জেলা তৃণমূলের মুখপাত্র নব্যেন্দু মাহালি, হাই কোর্টের এই রায়কে বড় জয় হিসেবে দাবি করেন। যদিও এই কেন্দ্রে তৃণমূলেরই জয়পুর ব্লক সভাপতি দিব্যজ্যোতি সিং দেও দলীয় টিকিট না পেয়ে নির্দল হয়ে মনোনয়ন জমা করেছেন। তাঁর মনোনয়নপত্র গ্রহনও হয়েছে। হাইকোর্টের রায়ে তৃণমূলের প্রার্থীর সঙ্গে লড়াইয়ে থাকবেন বিক্ষুব্ধ নির্দল প্রার্থীও। লড়াইয়ে আছেন বিজেপি প্রার্থী নরহরি মাহাতো। ফলে জয়পুরে লড়াই হবে বহুমুখী।
Post a Comment
Thank You for your important feedback