বুধবার রাষ্ট্রপ্রতি রামনাথ কোবিন্দ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন। তিনি দিল্লির সেনা হাসপাতালে করোনার টিকা গ্রহন করেছেন। যদি ও তার আগে রাষ্ট্রপতির সমস্তরকম মেডিকেল চেকআপ করানো হয়েছিল। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বেশ কয়েকজন মন্ত্রী সাংসদ করোনার টিকা নিয়েছেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ দিল্লির সেনা হাসপাতালে ভ্যাকসিন নিলেন। হাসপাতাল সূত্রে বলা হয়েছে ভ্যাকসিন নিতে কোনোরকম হয়নি সমস্যা রাষ্ট্রপতির। উল্লেখ্য, ১ মার্চ থেকে দেশজুড়ে করোনা টিকাকরণের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে। এই পর্যায়ে সাধারণ মানুষ যাদের বয়স ষাটের ওপর তাঁরাই টিকা পাচ্ছেন।
President Ram Nath Kovind, accompanied by his daughter, was administered the COVID-19 vaccine at the Army R&R Hospital, Delhi, today. pic.twitter.com/xf6VQ6pIwS
— President of India (@rashtrapatibhvn) March 3, 2021
Post a Comment
Thank You for your important feedback