ভোটের আগে শহরের অলিগলিতে এবার কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ বন্ধ করে দেওয়া হল। সূত্রের খবর অনুযায়ী, সোমবার কেন্দ্রীয় বাহিনীর জন্য গঠিত রাজ্য পুলিশের নির্বাচনী সেলের তরফে প্রতিটা থানাকে এই নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিকেল থেকে শুরু করে পরবর্তী না বলা পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ বন্ধ থাকবে বলেই জানানো হয়েছে। তবে ভোটের মুখে আইনশৃখলা পরিস্থিতি নিয়ে এখনই বিশদ জানানো হয়নি। সূত্রের খবর, ২৭ মার্চ প্রথম দফা ভোটার জন্য মঙ্গলবার অর্থাৎ আজ পুরুলিয়ায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যাওয়া হবে। যদিও এবার বিধানসভা নির্বাচনের অনেক আগেই কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছোয় রাজ্যে। এরপর কলকাতায় ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসে, এরপর একে একে রুটমার্চ শুরু করে শহরের বিভিন্ন এলাকায়। ভোটের সময়ে বা তার আগে থেকেই শহরের পুলিশের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে রাজ্যের বিরোধী দলগুলি। সে দিকে তাকিয়েই কলকাতা পুলিশ এলাকায় ভোটের প্রায় দেড় মাস আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। মূলত এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের ভয় দূর করাই ছিল তাঁদের কাজ। কিন্তু আচমকাই ওই বাহিনীর সাময়িকভাবে রুটমার্চ বন্ধ রাখায় সেই কাজ কিছুটা ধাক্কা খাবে বলে মনে করছেন বিরোধী রাজনৈতিক শিবির।
إرسال تعليق
Thank You for your important feedback