এর আগে আদিগঙ্গায় নেমে বিক্ষোভ দেখানোর পর এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই বিক্ষোভ দেখালেন একদল চাকরিপ্রার্থী। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ আচমকাই একদল এসএসসি চাকরিপ্রার্থী কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
রীতিমতো রাস্তার উপর শুয়ে পড়ে তাঁরা বিক্ষোভ দেখান। দ্রুতই সেখানে চলে আসে বিশাল পুলিশবাহিনী। সূত্রের খবর, বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। জানা যাচ্ছে, এসএসসি উত্তীর্ণ নবম এবং দশম শ্রেণীর চাকরিপ্রার্থীরা দুপুরেই কালীঘাট চত্বরে জড়ো হতে থাকেন। বিকেল চারটে নাগাদ আচমকাই তাঁরা রাস্তার ওপর শুয়ে পড়ে বিক্ষোভ দেখানো শুরু করেন। ফলে রাস্তায় সমস্ত যানবাহন থমকে যায়।
খবর পেয়েই কালীঘাট থানার পুলিশ ঘটনাস্থলে যায়, পরে আসে মহিলা পুলিশবাহিনী। অভিযোগ, কার্যত টেনে হিঁচড়েই মহিলা বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তুলেছে পুলিশ। বিক্ষোভকারীদের দাবি, প্রায় ২ মাসের বেশি সময় ধরে তাঁরা সল্টলেক বিকাশ ভবনের কাছে অবস্থান বিক্ষোভ করছেন। কিন্তু সরকার কোনও সুরাহা করেনি। আজ তাই তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছেই পৌঁছে গেলেন। তাঁদের দাবি, বহু বছর ধরে প্রতিশ্রুতি দেওয়া হলেও নিয়োগ এখনও শুরু হয়নি। উনিশ সালে খোদ মুখ্যমন্ত্রী নিয়োগের প্রতিশ্রুতি দিলেও মেধাতালিকায় থাকা প্রার্থীদের অপেক্ষা আজও শেষ হয়নি।
Post a Comment
Thank You for your important feedback