ভয়টা ছিলই এবার তা বাস্তবে পরিণত হল। নব্য করোনা বা করোনার নতুন প্রজাতি এবার বাংলায় ঢুকে পড়ল। যা কিনা ব্রিটেন বা আফ্রিকার বিভিন্ন দেশে আক্রমণ করেছে, সেই নতুন করোনা স্ট্রেন এবার পশ্চিমবঙ্গের ৬ জনের দেহে মিলল। ফলে উদ্বিগ্ন রাজ্যের চিকিৎসক মহল। করোনার এই নতুন স্ট্রেন কতটা ক্ষতি করতে পারে তাই নিয়ে বিতর্ক বিস্তর। কিন্তু মারাত্মক ছোঁয়াচে তা নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই | বিশেষজ্ঞদের ধারণা, পুরোনো করোনা যতটা সংক্রমণ ছড়াতে পারে, তার থেকে অনেক বেশি সংক্রমণ ছড়াতে পারে এই নতুন প্রজন্ম। এবং একই দিনে পুরাতনের চেয়ে ১০ গুণ ছোয়াঁচে বলে বিদেশের বিশেষজ্ঞদের মত। স্বাস্থ্যভবন সূত্রে জানা যাচ্ছে, গত শুক্রবার, রাজ্যে ৪ জনের শরীরে মিলেছিল করোনার নতুন স্ট্রেন, রবিবার সংখ্যা বেড়ে ৬ হয়েছে। এদের মধ্যে পাঁচজন ব্রিটেনের নতুন করোনা প্রজাতিতে সংক্রমিত। একজন আফ্রিকান করোনা প্রজাতিতে সংক্রমিত। দুজন কলকাতার বাসিন্দা এবং বাকিরা রানাঘাট, নদিয়া, মালদহের বাসিন্দা।
সম্প্রতি করোনার প্রভাব অনেকটাই কমে এসেছিল রাজ্যে। মৃত্যুর হারও কমের দিকে ছিল। অন্যদিকে মহারাষ্ট্র, কেরালাতে এর প্রভাব বেড়ে গিয়েছিল। ফলে ওই রাজ্যগুলিতে ফের কড়াকড়ি শুরু হয়েছে, কোনও কোনও জায়গায় লকডাউনও শুরু হয়েছে। এবারে বাংলায় ৬ জন আক্রান্তের খবর পাওয়া গেল। ৬ থেকে ৬০০ হতে সময়ে নেবে না এই প্রজাতি। চিকিৎসকরা সতর্ক করেছেন ফের একবার। আবার সামাজিক দূরত্ব বাড়াতে হবে এবং মাস্ক পড়ার উপর জোর দিতে হবে বলে তাঁদের কড়া নিদান দিচ্ছেন চিকিৎসকরা। সামনে ভোট, যে ভাবে জনসভা এবং মিটিং মিছিল বাড়ছে তাতে আতঙ্ক আরও বাড়ছে স্বাস্থ্যকর্তাদের। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম-এর দাবি, ভোটের প্রচারে স্থান পাক করোনা নিয়ে সচেতনতাও। দূরত্ববিধি নিয়ে নেতানেত্রীদের আরও সচেতন হতে হবে।
Post a Comment
Thank You for your important feedback