তেলে-ঝোলে-অম্বলে


 

দোলের দিন তৃণমূল এবং বিজেপির প্রার্থীরা মিলেমিশে হৈ-চৈ করে কাটালেন বেশ কিছুটা সময়। যা তপ্ত বঙ্গ রাজনীতিতে একরাশ শীতল বাতাস বয়ে আনলো বলা চলে। তবে ভোটের আগে এই ভাব ভালোবাসা খুব সুখের? অন্তত তৃণমূলের কর্মীরা জানাচ্ছেন, আমরা দিন রাত এক করে খেটে মরছি, চাপ রয়েছে তখন মদনদা, দলের অন্যতম মুখপাত্র দেবাংশুরা পারলো বিরোধী দলের প্রার্থী শ্রাবন্তী, পায়েল, তনুশ্রীর সাথে হাত জড়িয়ে নাচ-গান করতে?  

 



দিন পাল্টেছে, ৬০ দশকে যে সৌহার্দ ছিল রাজনৈতিক দলগুলির মধ্যে বাম জামানায় তা উধাও। শুরু হয়েছিল রক্তের হোলি খেলা। সৌহার্দ ছিল না তৃণমূল আমলেও। এমনকি প্রকাশ্যেই নিদান দেওয়া হয়েছিল সিপিএম বাড়িতে নিমন্ত্রণ না খেতে যাওয়ার। ৪০ বছর ধরে এটাই দস্তুর ছিল যে বিরোধীদের সঙ্গে কথাও বলা যাবে না। এবারের ভোট তো আরও হাড্ডাহাড্ডি লড়াইয়ের। ঠিক সে সময়ে দক্ষিণেশ্বার গঙ্গার ঘাট থেকে প্রমোদতরীতে কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র, তৃণমূলের অন্যতম মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য নাচলেন, রঙ খেললেন। তাও আবার বিরোধী বিরোধী শিবিরের তিন তিনজন তারকা প্রার্থীর সঙ্গে। তাতে লাভ নাকি আখেরে বিজেপির।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post