মঙ্গলবার বিকেলে কলকাতার নিউ মার্কটের একটি হটেলের রুম থেকে একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার হল। এই ঘটনায় নিউ মার্কেট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই হোটের রুম থেকে তিনজনের দেহের পাশাপাশি মিলেছে একটি বিষের শিশি এবং সুইসাইড নোট। মৃতরা প্রত্যেকেই শিলিগুড়ির সেবক রোডের বাসিন্দা। জানা গিয়েছে, সোমবার দুপুরেই তিনজন ওই হোটেলে আসেন। তাঁদের নাম সুশীল বনশল (৬৬), ছন্দাদেবী বনশল (৬০) এবং সুনীত বনশল (৪৫)। রাতেও খাওয়া দাওয়া করেন তিনজন। এরপর থেকেই ওই রুমের দরজা বন্ধ ছিল। মঙ্গলবার দুপুর গড়ালেও দরজা না খোলায় সন্দেহ হয় হোটেল কর্মীদের। তাঁরা খবর দেন নিউ মার্কেট থানায়। পুলিশ এসে দরজা ভেঙে তিনটি দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, ওই সুইসাইড নোটে আত্মহত্যার কথাই উল্লেখ রয়েছে। তবুও কয়েকটি প্রশ্ন ভাবাচ্ছে পুলিশ আধিকারিকদের। কেন তাঁরা শিলিগুড়ি থেকে এসে কলকাতায় আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন। এই ঘটনার পিছনে অন্য কোনও রহস্য আছে কিনা তদন্ত করে দেখছে পুলিশ। যোগাযোগ করা হচ্ছে শিলিগুড়ি পুলিশের সঙ্গেও। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে মৃতদের আত্মীয়দের খবর দেওয়া হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback