বিজেপিতেই যোগ দিলেন জীতেন্দ্র তিওয়ারি

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিজেপিতেই যোগ দিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক তথা আসানসোল পুর নিগমের প্রাক্তন পুর প্রশাসক জীতেন্দ্র তেওয়ারি। মঙ্গলবার সন্ধ্যায় হুগলির বৈদ্যবাটিতে বিজেপির একটি জনসভায় দিলীপ ঘোষের হাত থেকেই বিজেপির পতাকা তুলে নিলেন তিনি। পাশে ছিলেন একসময়ে তৃণমূলে তাঁর সতীর্থ রাজীব বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণভাবে জীতেন্দ্রকে বিজেপিতে স্বাগত জানিয়েছেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। আর তাঁকে দলে নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, আমরা বাংলায় পরিবর্তন করতে চেয়েছিলাম। জিতেনবাবু দলে এসে সেই পরিবর্তনে শরিক হলেন।


উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই তৃণমূলের সঙ্গে বনিবনা হচ্ছিল না জীতেন্দ্রর। গত ডিসেম্বরেই তাঁর বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁকে দলে নিতে আপত্তি তোলেন আসানসোলের বিজেপি সাংসদ। ফলে সে যাত্রায় আর বিজেপিতে যাননি আসানসোলের প্রাক্তন পুর প্রশাসক। পরে তৃণমূলের অন্দরেই তিনি কার্যত একঘরে ছিলেন। তাঁকে অন্যান্য দায়িত্ব থেকেও সরিয়ে দেয় তৃণমূল। ফলে বিজেপি যোগ দেওয়া কার্যত সময়ের অপেক্ষা ছিল। এবার ভোট ঘোষণা হতেই জীতেন্দ্র তেওয়ারি পদ্ম শিবিরে নাম লেখালেন। এদিন বৈদ্যবাটিতে বিজেপির সভায় যোগদানের পর তিনি বললেন, আজ থেকে আমার মনের ভাবনা স্বাধীনভাবে বলার সুযোগ পাবো। কারও বিরুদ্ধে কোনও অভিযোগ করতে চাই না। বিগত কয়েক বছর ধরে মনে ভাবনা প্রকাশ করার সুযোগ ছিল না। অনেক অভিজ্ঞতা মানুষকে বলার সুযোগ ছিল না।



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post