ইস্তাহারে ‘আত্মবিশ্বাসী’ মমতা

জঙ্গলমহল ঘুরেও ক্লান্তি নেই, শুধু পায়ের ব্যথা সমস্যা করছে, বুধ বিকেলে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর সেরে তিনি কলকাতায় এসে দলীয় ইস্তেহার প্রকাশ করলেন। তিনি জানালেন, বিজেপির নেতারা যাই বলুক না কেন, বাস্তব এটাই তাঁর শরীরে বারংবার আঘাত এসেছে। তাঁর দাবি, মাথা থেকে কোমর, বহু অপারেশন হয়েছে। আগে মেরেছে সিপিএম, এখন মারছে বিজেপি। সুতরাং এসব নিয়ে তাঁর ভাবনা নেই | অপরদিকে, তৃণমূলের নির্বাচনী ইস্তাহারে রয়েছে আরও প্রতিশুতি। যার অনেকটাই তিনি মঞ্চে মঞ্চে ইতিমধ্যেই জানিয়ে এসেছেন। যেমন ঘরে ঘরে রেশন, স্বাস্থ্যসাথী প্রকল্প, এদিন তিনি বললেন, আমরা ফিরে এসে ১০ কোটি মানুষকে সহযোগিতা করব। যা যা প্রকল্প রয়েছে তা আরও সহজ এবং সরলীকরণ করবেন তৃতীয়বার ক্ষমতায় এসেই। মমতার কথার মধ্যে বারবার ‘নতুন সরকারে এসে’ কথাটি ছিল। তবে কি ইদানিং কালের হালহকিকত দেখে তিনি প্রবল আত্মবিশ্বাসী? তৃতীয়বারের জন্যও যে তিনি বা তাঁর সরকারই ক্ষমতায় ফিরবে সেটা যেন এদিনই বলে দিতে চাইলেন তৃণমূল নেত্রী।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post