আগামী পাঁচদিনে তিন জেলায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা। তালিকায় রয়েছে খড়্গপুর, বাঁকুড়া ও কাঁথি। শনিবার অর্থাৎ আজ খড়্গপুরে রয়েছে তার বিশাল জনসভা। ইতিমধ্যে সভার প্রস্তুতি প্রায় সারা বিজেপি রাজ্য নেতৃত্বের। খড়গপুর সদর কেন্দ্রে বিজেপির তারকা প্রার্থী অভিনেতা হিরণ চট্ট্যোপাধ্যায়। খড়গপুর বিএনআর মাঠে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা। মঞ্চ বাধার কাজ শেষ হয়ে গেছে শুক্রবারই। যাতে মোদির সভায় কোনো খামতি না থাকে তার জন্য তৎপর বিজেপি কর্মীরা। সভাস্থলে ব্যারিকেড বসানো হয়েছে। ট্রায়াল রান হয়েছে মোদির কপ্টারেরও। উল্লেখ্য এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কপ্টারে ত্রুটি দেখা দিয়েছিল, যাতে ঝাড়গ্রামের সভা বাতিল করতে হয় অমিত শাহকে। এবার যাতে কোনও বিপত্তি না হয় তার জন্য বাড়তি সতর্ক বিজেপি নেতৃত্ব। অপরদিকে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় যাতে কোনও ফাঁকফোকড় না থাকে, সে জন্য প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে চলেছেন পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসন। এছাড়া তার নিরাপত্তায় কোনো ফাঁকফোকর না থেকে সেই বিষয়টিও মাথায় রাখা হয়েছে। যদিও খড়্গপুর আসনটি ফেরত পাওয়ার জন্য বিজেপির লক্ষ্য সেখানেই। সেই কারণে মোদির সভায় ভিড় জমাতে চেষ্টার ত্রুটি নেই বিজেপি নেতৃত্বদের। এর আগে খড়্গপুরে এসে হিরণের হয়ে প্রচার করেছেন কেন্দ্র স্বরাষ্ট্রমত্রী অমিত শাহ। সেদিন বহু মানুষের ঢল নেমেছিল। আগামী ২৭ মার্চ শুরু প্রথম দফার ভোট। খড়্গপুর ,কেশিয়ারি ,দাঁতন, শালবনি কেন্দ্রে। যদিও দ্বিতীয় দফায় ভোট খড়্গপুরে। অন্যদিকে আজ মোদিকের এই সভার দিকে তাকিয়ে খড়্গপুর বাসীরা।
Post a Comment
Thank You for your important feedback