করোনা পরবর্তী প্রথম বিদেশ সফরে বঙ্গবন্ধুর বাংলাদেশে নরেন্দ্র মোদি

 
করোনার অতিমারি পরিস্থিতির পরবর্তীকালে এই প্রথমবার বিদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে তিনি বাংলাদেশ সফরে যাচ্ছেন।  শুক্রবার অর্থাৎ আজ সকালে তিনি বাংলাদশের উদ্দেশে রওনা দেন। তিনি জানান,'করোনাকালের পরবর্তী সময়ে তার এটা প্রথম বিদেশ সফর। তাই খুব খুশি তিনি। যদিও আজ বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ  মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী দিবস উপলক্ষে ভারত সহ বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ পত্র পাথানো হয়েছে। আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদি আসার আগে সেখানে চলছে প্রস্তুতি। ভারতের প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রাজধানী শহর ঢাকা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বসানো হচ্ছে বিভিন্ন তোরণ। এছাড়া সড়কের খুঁটি, ভবন ও দেওয়ালে মোদির ছবি ফেস্টুনে ভরে গেছে। মূলত দুদিনের সফরে নরেন্দ্র মোদি গেলেন ওপার বাংলায়।  আজ বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানাবেন। এর পাশাপাশি বাংলাদেশে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে সামিল হবেন। এছাড়াও তার এই দুদিনে রয়েছে আরও অন্যান্য কর্মসূচিও।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post