রাজ্যে প্রথম দুই দফায় মূলত জঙ্গলমহলে ভোট। তাই জোরকদমে নির্বাচনী প্রচার চলছে সব রাজনৈতিক দলের। সোমবার সপ্তাহের প্রথম দিন থেকেই জঙ্গলমহলে প্রচারের তুফান তুলতে হাজির হচ্ছেন দুই মহারথী। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুই মহারথীর সব মিলিয়ে ৪ টি জনসভা। ঝাড়গ্রাম ও বাঁকুড়ার রানিবাঁধে আজ অমিত আশাহের জনসভা। রবিবার তিনি রাজ্যে এসে খড়গপুরে একটি রোড শো করেন। আজ সভা করবেন ঝাড়গ্রামে সকাল ১১টায়। এই জনসভা সেরেই সোজা রওনা দেবেন বাঁকুড়ার উদ্দেশে। নির্বাচনের দিনক্ষণ প্রকাশের পর এই প্রথমবার রাজ্যে এলেন অমিত শাহ। যদিও ২০১৯ সালে লোকসভা নির্বাচনে এই ঝাড়গ্রাম,বাঁকুড়া ও পুরুলিয়া থেকে জিতেছিল বিজেপি। তাই খানিকটা সেই ফলের ওপর নির্ভর করেই এই বিধানসভা নির্বাচনে নিজেদের জমি আরও শক্ত করতে তাই আজ জঙ্গলমহলে জনসভা।
অন্যদিকে
পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও। জঙ্গলমহলে নিজেদের ভিত শক্ত করতে আজই যাচ্ছেন
মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আগেই জানিয়েছেন তাঁর পায়ে চোট থাকা থাকা
সত্ত্বেও তিনি কোনও সভা বাতিল করবেন না। তাই ভাঙা পা নিয়েই আজ জঙ্গলমহলে
মমতা। পুরুলিয়ার বাঘমুণ্ডি বিধানসভার ঝালদার হাটতলায় একটি সভা রয়েছে তাঁর।
সেখানে সোমবার দুপুর দেড়টা নাগাদ সভা হওয়ার কথা। যেহেতু লোকসভা নির্বাচনে
এই জঙ্গলমহল থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে শাসকদল, তাই বিধানসভা নির্বাচনে
এই এলাকা ফিরে পাওয়ার চেষ্টায় তৃণমূল সুপ্রিমোর জঙ্গলমহল সফর। একদিকে বাড়ছে
তাপমাত্রার পারদ, ফাগুনেই গ্রীষ্মের দাবদাহ,তারই মধ্যে আজ দুই মহারথীর
দৈরথে জঙ্গলমহলের রাজনীতি উত্তপ্ত।
Post a Comment
Thank You for your important feedback