নীলবাড়ির দখলে সব রাজনৈতিক দলই প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছেন। তৃণমূল নেত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের প্রতিটি প্রচার সভাতেই কিছু না কিছু আশ্বাস দিচ্ছেন আম জনতার উদ্দেশ্যে। মঙ্গলবার দক্ষিন ২৪ পরগনার গোসাবায় জনসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সুন্দরবনের প্রবেশপথ গোসাবায় দাঁড়িয়েই অমিত শাহ বললেন, এবার বিজেপি রাজ্যে ক্ষমতায় এলেই এক বছরের মধ্যেই সুন্দরবনকে পৃথক জেলা ঘোষণা করা হবে। এদিন অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে বলেন, ২০১৫, ’১৬ এবং ১৯-এও দিদি বলেছিলেন, সুন্দরবনকে জেলা ঘোষণা করবেন। আপনারাই বলুন, আজ পর্যন্ত সুন্দরবন জেলার মর্যাদা পেয়েছে কি? আমি কথা দিচ্ছি, আপনারা শুধু বিজেপি-র মুখ্যমন্ত্রী নিয়ে আসুন। এক বছরের মধ্যে সুন্দরবনকে জেলা ঘোষণা করার কাজ সম্পূর্ণ করব আমরা।
এছাড়া সুন্দরবনকে কেন্দ্র করে আরও বেশ কয়েকটি পরিকল্পনার কথাও শোনান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সুন্দরবনকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যটন সার্কিট তৈরি করার কথাও বলেন। সুন্দরবনে এইমস বা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের একটি শাখাও সুন্দরবন অঞ্চলে তৈরি করা হবে বলে জানান অমিত শাহ। রাজ্যের পিছিয়ে পড়া এলাকা সুন্দরবনের মৎসজীবীদের জন্যও ঢালাও প্রতিশ্রুতি দিলেন এদিন। অমিত শাহ বললেন, রাজ্যে বিজেপি সরকার গড়লে মাথা পিছু ৩ লক্ষ টাকা করে বিমা পাবেন মৎস্যজীবীরা। বাঘ সংরক্ষণে আলাদা ভাবে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি তৃণমূল নেত্রীকে আক্রমণ করে বলেন, ‘দিদি আমফানের ১০ হাজার কোটি টাকা কোথায় গেল? সব টাকা খেয়েছে ভাইপো কোম্পানি। ক্ষমতায় এসে প্রথমেই সিট (SIT) গঠন করে অপরাধীদের জেলে ঢোকাব’। তিনি আরও বলেন, দিদি ২৮২ প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মধ্যে ৮২টাও পূরণ করেননি। দিদি জবাব দিন। জবাব তো উনি দিতে পারবেন না। তাই আপনার ভোট বাক্সে তার জবাব দিয়ে দেবেন।
Post a Comment
Thank You for your important feedback