মুখ্যমন্ত্রীর সভার পরেই পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে তৃণমূল প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটল। তৃণমূল প্রাথী সূর্যকান্ত অট্ট-র গাড়িরই ওপর হামলা হয়েছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে। অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে বেলদা থানার রামগ্রামে। ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রসঙ্গত, বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরে প্রচার গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জেলা ছাড়ার ঠিক পরেই রাতের দিকে ওই তৃণমূল প্রার্থীর গাড়ির ওপর একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতী হামলা করে বলে অভিযোগ। রীতিমতো লাঠি দিয়ে তাঁর গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। ঘটনায় আহত হন এক তৃণমূল কর্মী। তবে তৃণমূল প্রার্থী সূর্যকান্ত অট্ট-র আঘাত লাগেনি।
এই ঘটনার জেরে শুক্রবার তৃণমূল দলের তরফে বিজেপির বিরুদ্ধে অভিযোগ জানানো হয় নির্বাচন কমিশনের কাছে। এই ঘটনায় গোটা এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে। এই ঘটনার পর রাতেই উত্তপ্ত হয়ে ওঠে নারায়ণগড়ের রামা এলাকা। বিজেপি কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা। দুই পক্ষের মারামারিতে আহত বিজেপি ও তৃণমূলের দুই সদস্য। আহতদের বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, তৃণমূলের মারে আহত হয়েছেন বিজেপির এক পঞ্চায়েত সদস্য। আহত বিজেপি কর্মীকে হাসপাতালে দেখতে আসেন বিজেপির নারায়ণগড়ের প্রার্থী রমাপ্রসাদ গিরি। যদিও তিনি তৃণমূল প্রার্থীর ওপর হামলার অভিযোগ অস্বীকার করেন। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ডেকুটিয়ায় বৃহস্পতিবার রাত থেকেই অশান্তির সৃষ্টি হয়েছে। আজ সেখানে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর প্রচারের কর্মসূচি রয়েছে।
Post a Comment
Thank You for your important feedback