কন্যাশ্রী-রূপশ্রী প্রকল্পের বিকল্প বিজেপির 'বালিকা আলো'


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারেবারেই বলেন তাঁর আমলে চালু হওয়া কন্যাশ্রী প্রকল্প বিশ্ববন্দিত। রবিবার প্রকাশ পাওয়া বিজেপির নির্বাচনী ইস্তেহার বা সংকল্প পত্রে এই কন্যাশ্রীর বিকল্প এক প্রকল্পের কথা বলা হয়েছে। যেটা রাজ্যে ক্ষমতায় এলে বিজেপি সরকার চালু করবে বলেই জানিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় নেতা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি থাকবে এই প্রকল্পে, বা কোন কোন সুবিধা পাবেন পশ্চিমবঙ্গের মানুষ? বিজেপির দাবি, ক্ষমতায় এলে তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য ‘বালিকা আলো’ নামে এই প্রকল্প চালু করবে তারা।


কি থাকবে এই 'বালিকা আলো' প্রকল্পে?

বিজেপির বালিকা আলো প্রকল্পে কোনও পরিবারে কন্যাসন্তান জন্ম নিলেই তাঁকে ৫০ হাজার টাকার বন্ড দেবে রাজ্য সরকার। সেই কন্যাসন্তান ষষ্ঠ শ্রেনীতে উঠলে বার্ষিক ৩০০০ টাকা, নবম শ্রেণীতে উঠলে বার্ষিক ৫০০০ টাকা দেওয়া হবে। পাশাপাশি একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পাবে  ৭০০০ টাকা করে। ১৮ বছরের পর অবিবাহিত কন্যাদের রাজ্য সরকার দেবে ২ লাখ টাকা। যদিও তৃণমূলের দাবি, এটা কন্যাশ্রীর মতোই একটি প্রকল্প, এতে নতুনত্ব নেই। তাঁদের প্রকল্পই নকল করেছে বিজেপি। কিন্তু বিজেপি নেতৃত্বের বক্তব্য, বর্তমান কন্যাশ্রী-রূপশ্রী প্রকল্পের থেকেও বেশি টাকা দেওয়া হবে ‘বালিকা আলো’ প্রকল্পে। আবার তফশিলি জাতি, উপজাতি এবং ওবিসি মেয়েদের নামে ১ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করে দেবে সরকার। যার পোশাকি নাম ‘ঘরের লক্ষ্মী’। উল্লেখ্য, বর্তমান কন্যাশ্রী প্রকল্পে তৃণমূল সরকার ১০০০ টাকা করে অনুদান দেয়। রূপশ্রী প্রকল্পে তৃণমূল সরকার দেয় ২৫,০০০ টাকা করে। সেখানে বিজেপির প্রতিশ্রুতি কয়েকগুণ বেশি।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post