প্রথম দুই দফার ৬০ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাঁদের মনোনয়ন পর্বও শেষ। বিজেপি কর্মী সমর্থকদের আশা ছিল, এবার বাকি ২৩৪ আসনের প্রার্থী তালিকাও প্রকাশিত হবে। যাতে তাঁরা জোরদার প্রচারে ঝাঁপিয়ে পড়তে পারেন। কিন্তু শনিবার দিনভর দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে পরবর্তী দুই-তিন দফার প্রার্থীদের নাম নিয়েই আলোচনা হয়েছে বলেই জানা যাচ্ছে। আজ রবিবার ওই দুই বা তিন দফার ভোটে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলেই বঙ্গ বিজেপি সূত্রে খবর। জানা যাচ্ছে, প্রার্থী তালিকা নিয়ে ধীরে চলো নীতিই নিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শনিবার বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে মূলত তৃতীয় এবং চতুর্থ দফার ভোটের প্রার্থীদের নাম নিয়ে আলোচনা হয়েছে। যা রবিবার ঘোষণা করা হবে।
উল্লেখ্য শনিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে প্রায় মধ্যরাত পর্যন্ত কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক চলেছে। এই বৈঠকে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা-সহ বঙ্গ বিজেপির নেতারাও। সূত্র মারফৎ জানা যাচ্ছে, ওই বৈঠকে মূলত তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দফার প্রার্থী তালিকা নিয়েই আলোচনা হয়। এই তিন দফায় মোট ১২০ আসনে কারা কারা প্রার্থী হতে পারেন সেটা নিয়ে কাটাছেঁড়া হয়। তবে রবিবার সম্ভবত, তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থীদের নামই ঘোষণা করতে পারেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই দুই দফায় মোট ৭৫ আসনে ভোট হবে। রাজীব বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন, ৮০টির মতো আসনে প্রার্থী তালিকা চুরান্ত হয়ে গিয়েছে। এখন দেখার কত জলদি বাকি আসনের তালিকা প্রকাশ করে বিজেপি নেতৃত্ব।
Post a Comment
Thank You for your important feedback