ইতিমধ্যেই ২০২১ সালের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে শাসকদল তৃণমূল সহ বিজেপি ও বামফ্রন্ট। এবার প্রদেশ কংগ্রেসও তাঁদের ইস্তেহার প্রকাশ করল। সোমবার বিকেলে প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তাঁদের ইস্তেহার প্রকাশ করলেন। এক কথায় কংগ্রেসের ইসতেহারে বিধানচন্দ্র রায়ের স্বপ্নের বাংলা গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে উল্লেখযোগ্য কথা হল, তৃণমূল ও বিজেপির মতো কংগ্রেসের ইস্তেহারেও রাজ্যের প্রতি পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। তবে কংগ্রেস আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির ২০ শতাংশকে মাসে ৫,৭০০ টাকা করে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আবার পরিযায়ী শ্রমিকদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি এবং যতদিন না তাঁরা চাকরি পাচ্ছেন ততদিন পর্যন্ত মাসে ৫০০০ টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি ৮টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে কংগ্রেসের ইস্তেহারে। অধীর চৌধুরীর দাবি, দান-খয়রাতি নয়, বরং জোর দেওয়া হয়েছে দীর্ঘকালীন উন্নয়নে। বিধানচন্দ্র রায় যেভাবে বাংলা গড়েছিলেন, সেই পথেই চলতে চায় তারা।
Post a Comment
Thank You for your important feedback