তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে আসা বহু বিধায়ককে এবার বাতিলের খাতায় পাঠিয়ে দেওয়া হচ্ছে বলেই সূত্রের খবর। জানা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নন্দীগ্রাম থেকেই দাঁড়াবেন এবং তাঁর ফেলে আসা ভবানীপুর কেন্দ্রে দাঁড়াবেন শোভনদেব চট্টোপাধ্যায়। বাতিলের তালিকা বেশ বড় বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে এই তালিকায় প্রথমেই যে নাম রয়েছে সেটি বেশ চমকপ্রদ। তিনি রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র। তিনি স্বাস্থ্যের কারণে বাদ পরছেন কিনা সেটা জানা যায়নি। তবে তৃণমূল ক্ষমতায় এলে কে এই গুরুদায়িত্ব পাবেন তা নিয়ে জল্পনা বিস্তর। বাদের তালিকায় রয়েছেন মালা সাহা, সোনালী গুহ, শঙ্কর সিং, পরশ দত্ত, গৌরীশঙ্কর দত্ত (এক সময়ে মুকুল দত্তের ঘনিষ্ঠ), জটু লাহিড়ী, ব্রজমোহন বন্দ্যোপাধ্যায় ইত্যাদি। অপরদিকে বর্ষীয়ান বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় আগেই জানিয়েছিলেন তিনি এবার রাজনীতি থেকে অবসর নেবেন। এ ছাড়াও বাদের তালিকায় আরও অনেক নাম রয়েছে বলেই তৃণমূল সূত্রে খবর। এছাড়া তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন অনেকে, ফলে সেখানেও নতুন মুখ দেখা যাবে।
Post a Comment
Thank You for your important feedback