আর ৪০/৪৫ দিনের মধ্যেই রাজ্যে ৮ পর্বের ভোটগ্রহন সমাপ্ত হয়ে যাবে। আগামী ২ মে ফল প্রকাশ। কিন্তু এখনও পর্যন্ত বিজেপি প্রথম দুই পর্বের ৫৭ জন প্রার্থীর নাম ঘোষিত হয়েছে। দলীয় কর্মীরা এখনও জানে না বাকি ২৩৭ কেন্দ্রের প্রার্থী কারা হতে পারেন। অন্দরের বক্তব্য দফায় দফায় প্রকাশিত হতে পারে তালিকা। কিন্তু প্রশ্ন তাদেরই, এই মুহূর্তে দ্বিতীয় শক্তি তাঁদেরই অথচ এখনও অনেক কাজ বাকি। দেওয়াল লিখন, ভোটারস্লিপ বিলি, এলাকায় কর্মীদের কাজে লাগানো, সর্বোপরি প্রার্থীকে এলাকায় পরিচয় করিয়ে দেওয়া। প্রার্থীরাও জানেন না প্রচারটা হবে কি ভাবে?
ষ্টার বক্তার অভাব নেই বিজেপিতে। কেন্দ্রের প্রায় বড় সব মন্ত্রীকেই প্রচারের কাজে লাগানো হচ্ছে, আসবেন সেলিব্রেটি সাংসদরা কিন্তু প্রচার হবে কাকে কেন্দ্র করে? এই প্রশ্নের উত্তর এখনও অধরা। দলে দলে অন্যান্য দলের নেতারা আজ যোগ দিচ্ছে, নেতার হাট হয়ে রয়েছে এখন ভারতের সর্ববৃহৎ দল, কিন্তু কর্মী কারা? সোয়া লক্ষ বুথে কে কোন দায়িত্ব নেবেন তা এলাকার কর্মীদের কাছে বার্তা আসেনি। পাশাপাশি তৃণমূল সারা বাংলায় প্রচার শুরু করে দিয়েছে। পিছিয়ে নেই সিপিএমও, তাঁরাও প্রার্থী তালিকা প্রকাশ করে প্রচার শুরু করে দিয়েছে। কাজেই অপেক্ষায় বিজেপি রাজ্য কার্যকর্তারা।
Post a Comment
Thank You for your important feedback