গান্ধিরা প্রচারে আসছেন না বাংলায়?

এআইসিসি সূত্রে জানা গেল আসন্ন বিধানসভা নির্বাচনে ৫ রাজ্যের বিভিন্ন কেন্দ্রে গেলেও রাহুল গান্ধির বাংলায় আসার খবর নেই | আসছেন না প্রিয়াঙ্কাও | কিন্তু অন্দরের খবর রাহুল, প্রিয়াঙ্কা অসম সফরে যাচ্ছেন। রাহুল কেরালাতেও যাচ্ছেন, অবশ্য তিনি কেরালার সাংসদও বটে। কিন্তু কেন আসছেন না বাংলায় ? সূত্র মারফত জানা গিয়েছে, কেরালাতে কংগ্রেসের প্রধান বিরোধী বামেরা কাজেই এ রাজ্যে বামেদের সাথে মঞ্চ শেয়ার করলে ভুল বার্তা যেতে পারে কেরালাতে। এমনটাই হয়েছিল ২০১৬ সালে। পরিণামে কেরালা এবং ত্রিপুরা দুইই হাতের বাইরে চলে গিয়েছে। প্রশ্ন করা হয়েছিল, কেরালার নির্বাচন শেষ হবে এপ্রিলের মধ্যভাগে তারপর কি আসবেন? শোনা গেল দলের অভ্যন্তরে মমতার বিরোধিতা চাইছেন না অধিকাংশ সদস্য।


একদিকে কংগ্রেসের জোটসঙ্গী শারদ পাওয়ার, তেজস্বী যাদব, হেমন্ত সোরেন, শিবসেনা প্রায় সব দলই তৃণমূলের হয়ে প্রচার করতে চাইছে। একই সাথে মনুসিংভী সহ দলের বহু নেতা মমতার বিরোধিতা করতে চাইছেন না। আবার কংগ্রেসের অন্দরে এমন আভাসও আছে যদি তৃণমূল সংখাগরিষ্ঠ হয়ে আসন কম হয় সে ক্ষেত্রে হাত বাড়ানোর জায়গাটিও ধরে রাখতে হবে। তবে অসুস্থ সোনিয়া একদিন আব্দুল মান্নানের সমর্থনে জনসভা করতে চেয়েছেন।     .

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post