আজ নারী দিবসঃ রাজপথে মমতা, নারীদের কোনও সুরক্ষা নেই, দাবি দিলীপের

বিশ্ব নারীদিবস উপলক্ষে সোমবার কলকাতার রাজপথে হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের দিনই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন,  তিনি নারী দিবসের দিন কলকাতায় পদযাত্রা করবেন। আজ কলেজস্ট্রীট থেকে ডেরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা করবনে মুখ্যমন্ত্রী। যদিও তার এই মিছিল কোনো নির্বাচন কেন্দ্রীক নয় বলেই দাবি করেছেন তিনি। তৃণমূল নেত্রীর কথায়, প্রতিবছরের মত এবছরেও তিনি রাজপথে হাঁটবেন। অপরদিকে ভোটের আবহে নারীদিবসের দিন কলকাতার রাজপথে তাঁর এই পদযাত্রা যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। অন্যদিকে প্রতিবারে মত এবারও রাজ্যে নারীদের সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একইভাবে দাবি করেন, পশ্চিমবঙ্গে 'নারীদের কোনও সুরক্ষা নেই। তাদের সুরক্ষা নিয়ে আমাদের কে ভাবতে হয় প্রতিদিনই। রবিবার ব্রিগেডের সভা থেকেও নারীদের সুরক্ষা নিয়ে সরব হয়েছিলেন গেরুয়া শিবিরের প্রধান সেনাপতি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তৃণমূলের বক্তব্য, মুখ্যমন্ত্রী থামবেন না তিনি নারীদের মর্যাদা দিতেই আজ রাজপথে নামবেন।


অন্যদিকে  আজ বিশ্ব নারী দিবসের সকালে সল্টলেক সেন্ট্রাল পার্ক থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নারী দিবসের শুভেচ্ছা বার্তা দিলেন। পাশাপাশি তিনি জানান, আমাদের ভারতবর্ষে আলাদা করে কোনো নারীদিবস করতে লাগেনা। যুগ যুগ ধরেই নারীদের আমরা সন্মান করে এসেছি। যদিও আজকে সেই চিত্রটা অনেকটাই বদলেছে। পশ্চিমবঙ্গে এখন আলাদা করে নারীদের কোনও সুরক্ষা নেই। নারী সুরক্ষার ব্যাপারে আমাদের কে নতুন করে ভাবতে হচ্ছে। আজ বেশ কয়েকজনের বিজেপিতে যোগদানের সম্ভবনা আছে বলেও জানিয়েছেন দিলীপ ঘোষ। মিঠুন কি প্রার্থী হচ্ছেন, তিনি কি বাংলার মুখ ?  দিলীপ ঘোষের উত্তর, 'সেটা আমার হাতে নেই। কালকে প্রথমবার তাঁর সঙ্গে দেখা হয়েছে। আমার সঙ্গে কথা হয়েছে। পার্টি ঠিক করবে সে প্রার্থী হবে কী হবে না’। ভোটের ময়দানে নারী দিবসও ভোট প্রচারের হাতিয়ার রাজ্যের দুই যুযুধান রাজনৈতিক দলের।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post