নন্দীগ্রামে তিন জায়গায় মমতার গাড়ি ঘিরে ‘জয় শ্রীরাম’

নন্দীগ্রামে শেষ বেলার প্রচারে তৃণমূল নেত্রীর বেশ কয়েকটি প্রচার সভা রয়েছে। পাশাপাশি তিনি একটি রোড শো করেন নন্দীগ্রামে। এরমধ্যেই নন্দীগ্রাম রেয়াপাড়া থেকে কর্মসূচিতে বেরোনোর সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে ‘জয় শ্রীরাম’ ধ্বনী দিলেন বিজেপি কর্মী সমর্থকরা। কোনও মতে মমতার কনভয় বের করে নিয়ে যায় পুলিশকর্মীরা। তবে সূত্রের খবর, শুধু রেয়াপাড়া নয়, আরও দুই জায়গায় তাঁর গাড়ি ঘিরে ‘জয় শ্রীরাম’ ধ্বনী দিয়েছে বিজেপি সমর্থকরা। তবে এবার আর মেজাজ হারাননি তৃণমূল নেত্রী। এবার আর মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নামেননি। সোজা কর্মসূচির স্থলে চলে যান। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, নন্দীগ্রামের রেয়াপাড়ায় শুভেন্দুর সহায়তা কেন্দ্রের সামনে দিয়ে তৃণমূল নেত্রীর গাড়ি যাচ্ছিল এদিন সকালে। অভিযোগ, তাঁর গাড়ি দেখতে পেয়েই গাড়ির পিছনে ধাওয়া করেন বেশ কয়েকজন বিজেপি সমর্থক। শুধু তাই নয়, ‘‌জয় শ্রীরাম’‌ ধ্বনী দিতে দিতে গাড়ির পিছনে ছুটে যায় তাঁরা।

 


 তাঁদের পথ আটকান কর্মরত পুলিশ ও নিরাপত্তারক্ষীরা। একই ঘটনার পূরাবৃত্তি ঘটে মহম্মদবাজার এলাকায়। সেখানেও মমতার কনভয় লক্ষ্য করে ‘‌জয় শ্রীরাম’‌ ধ্বনী দিতে থাকেন একদল বিজেপি সমর্থক। এরপর ফের টেঙ্গুয়া হয়ে যখন তৃণমূলনেত্রী যখন সোনাচূড়ার দিকে যাচ্ছিলেন, তখন তাঁর কনভয় ঘিরে আবারও জয় শ্রীরাম ধ্বনী দেন বিজেপির কর্মী সমর্থকরা। তবে কোনও জায়গাতেই বড় কোনও অশান্তি হয়নি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তৎপর থাকায়। উল্লেখ্য, আজই নন্দীগ্রামে প্রচার শেষ হচ্ছে। তার আগে এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post