২৯১ আসনে প্রার্থী দিলেন মমতা, পাহাড়ের তিন আসন ছাড়লেন ‘বন্ধু’ গুরুংদের

শুধুমাত্র নন্দীগ্রাম থেকেই ভোটের ময়দানে লড়বেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নিজের কেন্দ্র ভবানীপুর আসনটি ছেড়ে দিলেন শোভনদেব চট্টোপাধ্যায়কে। তৃণমূল নেত্রী এদিন জানিয়েছেন, ২৯১ আসনে প্রার্থী দেওয়া হল। পাহাড়ের তিনটি আসন ছাড়া হচ্ছে পাহাড়ের বন্ধুদের জন্য। তিনি এও জানান, তাঁরা তৃণমূলের সঙ্গেই রয়েছেন। তৃণমূলের প্রার্থী তালিকায় এবার বাদ পড়েছেন একাধিক রাঘববোয়াল। তিনি আরও জানিয়েছেন, এবারের ভোটে তৃণমূলের হয়ে পঞ্চাশের বেশি মহিলা টিকিট পাচ্ছেন। তফসিলি জাতির জন্য ৬৮ জন সংরক্ষিত কিন্তু প্রার্থী ৮৯ জন। ১৭ জন তফসিলি উপজাতিকে প্রার্থী করেছে তৃণমূল। মমতা বলেন, এবার তৃণমূলের টিকিটে নবীন প্রজন্মের নেতাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। ১০০ জনের বেশি প্রার্থীর বয়স ৫০-এর নীচে। আর ৩০ জন মতো প্রার্থীর বয়স ৪০-এর নীচে। মমতা এদিন বলেন, প্রচুর চিকিৎসক এবং অধ্যাপক টিকিট পেয়েছেন। নিজে এবার শুধুই নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন ঘোষণা করে মমতা বলেন, ‘কথা দিলে কথা রাখি। ভবানীপুরে দাঁড়াচ্ছেন শোভনবদেব চট্টোপাধ্যায়, ওটা আমার হাতের মুঠোর আসন’।

দেখে নিন উল্লেখযোগ্য প্রার্থীদের নাম এবং কেন্দ্র—

 
নন্দীগ্রাম - মমতা বন্দ্যোপাধ্যায়
ভবানীপুর- শোভনদেব চট্টোপাধ্যায়
রাসবিহারী- দেবাশিস কুমার
কাশিপুর বেলগাছিয়া- অতীন ঘোষ
মানিকতলা- পরেশ পাল
দমদম উত্তর- চন্দ্রিমা ভট্টাচার্য
দমদম- ব্রাত্য বসু
যাদবপুর- দেবব্রত মজুমদার

রাজারহাট নিউটাউন- তাপস চট্টোপাধ্যায়
বেহালা পূর্ব- রত্না চট্টোপাধ্যায়
বেহালা পশ্চিম- পার্থ চট্টোপাধ্যায়
জোড়াসাঁকো- বিবেক গুপ্ত
কামারহাটি- মদন মিত্র
বিধাননগর- সুজিত বসু
সিঙ্গুর- বেচারাম মান্না
কলকাতা পোর্ট- ফিরহাদ হাকিম

ক্রীড়া এবং চলচিত্র জগতের প্রার্থীদের তালিকা—

 
বারাসত- চিরঞ্জিত চক্রবর্তী
ব্যারাকপুর- পরিচালক রাজ চক্রবর্তী
চণ্ডীপুর- সোহম চক্রবর্তী
রাজারহাট গোপালপুর- অদিতি মুন্সি
আসানসোল দক্ষিণ- সায়নী ঘোষ
বাঁকুড়া- সায়ন্তিকা
উত্তরপাড়া- কাঞ্চন মল্লিক
চন্দননগর- ইন্দ্রনীল সেন
মেদিনীপুর- জুন মালিয়া
উলুবেড়িয়া পূর্ব- প্রাক্তন ফুটবলার বিদেশ বসু
শিবপুর- ক্রিকেটার মনোজ তেওয়ারি
কৃষ্ণনগর উত্তর- কৌশানী মুখোপাধ্যায়

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post