সপ্তাহের প্রথম দিনই জোরকদমে প্রচার হল জঙ্গলমহলে। সোমবার রাজ্যের পশ্চিমাঞ্চলে বিশেষ করে জঙ্গলমহলের চারিদিকে সকাল থেকেই সাজ সাজ রব ছিল। রবিবারই রাজ্যে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গতকাল খড়গপুর সদরে রোড শো করার পর আজ তাঁর যাওয়ার কথা ছিল ঝাড়গ্রামে। কিন্তু শেষ মুহূর্তে বাতিল হয় তাঁর যাওয়া, তাঁর হেলিকপ্টারে যান্ত্রিক সমস্যা হওয়াতেই এই বিপত্তি। যদিও তিনি ভার্চুয়ালি ভাষণ দিয়েছেন ঝাড়গ্রামের বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। অবশ্য সেটা নিয়ে ব্যঙ্গ শুরু করে দিয়েছে তৃণমূল। যুব সভাপতি অভিষেকের বক্তব্য লোক হয়নি তাই বাতিল অমিত শাহর ঝাড়গ্রামের সভা। পরে পুরুলিয়ার বলরামপুর থেকেও ওই একই দাবি করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
মেদিনীপুর বাঁকুড়া নিয়ে যখন ব্যস্ত অমিত শাহ, তখন মেদিনীপুরেই চন্দ্রকোনা, দাঁতন ইত্যাদি জায়গায় আসর গরম করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একের পর এক সভা থেকে তিনি আক্রমণ করেন বিজেপিকে। অন্য দিকে রাতে দুর্গাপুরে থাকার পর আজ মুখ্যমন্ত্রী যান পুরুলিয়ার বাঘমুন্ডিতে। ভাঙা পা নিয়েই তিনি সভা করেন ঝালদায়। হুইল চেয়ারে বসেই ভাষণ দিলেন সেখানে এবং পরে গেলেন পুরুলিয়ার বলরামপুরে। আজ তাঁর ভাঙা পা নিয়ে তিনি প্রচার করছেন তৃণমূল নেত্রী। জানালেন, তিনি এক পা নিয়েই খেলবেন। প্রথম দফার ভোটের বাকি মাত্র ১২ দিন, এরমধ্যেই ‘খেলা’ জমে গিয়েছে।
Post a Comment
Thank You for your important feedback