গত রবিবার ব্রিগেডে নরেন্দ্র মোদির জনসভায় যোগ দিয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। ৭ই মার্চ ব্রিগেড থেকে নরেন্দ্র মোদি তাঁকে ‘বাংলার ছেলে’ বলেই সম্বোধন করেছিলেন। এরপর বুধবার অর্থাৎ আজ মিঠুন চক্রবর্তীকে ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এর আগেও তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে। এবার সেই তালিকায় নাম উঠল মিঠুন চক্রবর্তীর। এদিকে শোনা যাচ্ছে নন্দীগ্রামে শুভেন্দুর প্রচারকাজে তাঁর সঙ্গে থাকবেন মিঠুন চক্রবর্তী। তাই নিরাপত্তা আঁটোসাঁটো রাখতেই সদ্য যোগ দেওয়া মিঠুন চক্রবর্তী ও বিজেপি নেতার এই নিরাপত্তা জোরদার করছে কেন্দ্র।
Post a Comment
Thank You for your important feedback