এবারে মেদিনীপুরের মুখ্যমন্ত্রী

নন্দীগ্রামে ভোট প্রচার তুঙ্গে তৃণমূল বিজেপির | হাই ভোল্টেজ নন্দীগ্রামের দিকে নজর সারা দেশের, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী | এলাকায় শুরু হয়েছে স্লোগানের রকমারি প্রচার | শুভেন্দুর অনুগামীরা দেওয়ালে লিখছে, বহিরাগত নয়, চাই ভূমিপুত্রকে | অন্যদিকে এলাকার তৃণমূল সামর্থকরা, পরিবর্তন করেছে তাদের স্লোগান, এখন নতুন স্লোগান 'এবারে মেদিনীপুরের মুখ্যমন্ত্রী ' | এই স্লোগান দেওয়াল থেকে ব্যানার তৈরী করছে | দাদার অনুগামীরাও  পিছিয়ে নেই,বুধবার তারা মিছিল করছে |


বুধবার মমতা তাঁর মনোনয়ন জমা করছেন, তারপর একটি মিছিল করার কথা | এরই মধ্যে দিল্লি থেকে খবর ২৭ মার্চের আগে পুরোনো কর্মসূচি বদল করে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পূর্ব মেদিনীপুরে আসছেন এবং নন্দীগ্রামে | মোদির যা কর্মসূচি তাতে একই জেলায় দু বার যাবার কথাই নয়, হলদিয়ার পর ফের এই জেলায় আসার কথা তাঁর | শুভেন্দুর হয়ে প্রচার করতে হাই প্রোফাইল নেতারাও আসবেন নন্দীগ্রামে | আসছেন মিঠুন | কিন্তু তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, তাঁদের প্রচারে সেলিব্রেটি দরকার নেই নন্দীগ্রামে |

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post