প্রথম দফা নির্বাচনের আগের দিনই শালবনিতে উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ

রাত পোহালেই যেখানে ভোট, সেখানে পশ্চিম মেদিনীপুরের শালবনি এলাকায় এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল শুক্রবার সকালে। মৃতের নাম লালমোহন সোরেন (৩০)। তিনি এলাকায় সক্রিয় বিজেপি কর্মী বলেই পরিচিত। এদিন সকালে শালবনির  বাগমাড়ি বাজারের অদূরে ধান জমির মাঝে থাকা একটি গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় লালমোহন সোরেনের। খবর পেয়েই নিহত বিজেপিকর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে আসেন বিজেপি প্রার্থী সমিত দাস সহ জেলার অন্যান্য বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের তরফে দাবি করা হয়, এলাকায় সন্ত্রাস ছড়ানোর লক্ষ্যে তাঁদের দলীয় কর্মীকে হত্যা করা হয়েছে। শাসকদলের বিরুদ্ধেই অভিযোগ এনেছেন মেদিনীপুর বিধানসভার বিজেপি প্রার্থী শমিত কুমার দাস। যদিও অভিযোগ অস্বীকার করেছে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি। তাঁর দাবি, শালবনীতে বিজেপি হেরে যাবে আর সে কারণেই আত্মহত্যাকে খুন বলে চালানোর চেষ্টা করা হচ্ছে।

 


 তবে স্থানীয় সূত্রে এও জানা যাচ্ছে, সম্প্রতি দেওয়াল লিখন ঘিরে বচসায় জড়িয়েছিলেন তিনি। মৃত্যুর পিছনে সেই ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিস। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রসঙ্গত, গতকালই এডিজি পশ্চিমাঞ্চলকে অপসারণ করেছে নির্বাচন কমিশন। আইপিএস অফিসার সঞ্জয় সিংকে পরইএডিজি পশ্চিমাঞ্চলের দায়িত্ব থেকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয়েছে আইপিএস রাজেশ কুমারকে। তবে  নির্বাচনের আগের দিনই এই ধরনের ঘটনায় বাড়তি গুরুত্ব দিয়ে তদন্ত প্রক্রিয়া চালানো হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। গোটা ঘটনার জেরে চাপা উত্তেজনা রয়েছে শালবনি এলাকায়।  

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post