খাদ্যমন্ত্রীর মুখে রাহুল সিনহা

বিজেপির দীর্ঘদিনের কর্মী ও নেতা রাহুল সিনহা। একটা সময় ছিল যখন রাহুল প্রায় একা পার্টি অফিস সামলাতেন। আজ ভারতের সবচেয়ে ক্ষমতাশালী এবং বড় দল রাহুলের বিজেপি। এই দলের বহু দুঃসময় এবং আজকের সুসময়ের সাক্ষী রাহুল সিনহা। একটি রেকর্ডও তাঁর ঝোলায় রয়েছে, তা হলো তিনি কোনও দিন ভোটে জেতেননি। একদম প্রাথমিক স্তর থেকে লোকসভা অবধি প্রতিবারই ভোটে দাঁড়িয়ে হেরেছেন তিনি। এবার ভাগ্য ফেরাতে হাবড়াতে প্রার্থী করা হয়েছে তাঁকে। তাও আবার রাজ্যের খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের বিপরীতে।


গত লোকসভার নিরীখে হাবড়া কেন্দ্রে এগিয়ে বিজেপি। কিন্তু তৃণমূলের উত্তর চব্বিশ পরগনার সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় সারা বছরেই এলাকায় থাকেন। স্থানীয় সংগঠনও তাঁর যথেষ্ট শক্তিশালী। পক্ষান্তরে ওপার বাংলা থেকে আগত সিনহা পরিবারের রাহুলের 'বাঙাল' ছাড়া অন্য কোনো বিশেষ অস্ত্র নেই। যদিও হাবড়া বিধানসভা পূর্ববঙ্গের শরণার্থী অধ্যুষিত এলাকা। এবার দেখার রাহুল সিনহার ভাগ্যের চাকা ঘোরে কিনা। শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনতে পারেন কিনা।       
 

1 Comments

Thank You for your important feedback

  1. রবার্ট ব্রুসের মত হয়তো আরো অনেক বার ‌চেষ্টাকরার পর‌....


    ReplyDelete

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post