শুভেন্দুকে ঘিরে ফের বিক্ষোভ তৃণমূলের, তাই ভোটের দুদিন আগে ফের উত্তপ্ত নন্দীগ্রাম। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী রোড শো এবং জনসভা করে বেরিয়ে যেতেই সোমবার সন্ধ্যায় নন্দীগ্রাম-২ ব্লকের আসাদতলায় যান শুভেন্দু অধিকারী। সেখানেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল তৃণমূল কর্মী সমর্থক। শুভেন্দুর গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখানোয় দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। শুভেন্দুর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কোনও রকমে তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। পরে তিনি রেয়াপাড়ায় এক পথসভায় ভাষণও দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আসাদতলায় এক পথসভা করেন শুভেন্দু। সেখান থেকে বের হওয়ার সময় একটি সরু গলির মধ্যে আচমকা তাঁর গাড়ি ঘিরে ফেলেন তৃণমূল কর্মীরা। তাঁদের হাতে ছিল তৃণমূলের পতাকা।
এরপরই বিক্ষোভকারী এবং কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ কর্মীদের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। কোনও রকমে ওই সরু গলি থেকে কনভয় বের করে আনেন জওয়ানরা। এরপরই ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। উল্লেখ্য, দোলের দিন থেকেই নন্দীগ্রামে রয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একের পর এক সভা থেকে শুভেন্দু এবং শিশির অধিকারীর বিরুদ্ধে তোপ দেগে চলেছেন। আবার পাল্টা সভায় তার জবাব দিচ্ছেন শুভেন্দুও। আগামীকালই শেষ প্রচার। তার আগেই শুভেন্দুকে ঘিরে বিক্ষোভ নতুন করে আশান্তি ছড়াল নন্দীগ্রামে। দুদলের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। বিজেপির দাবি, তাঁদের চার কর্মী আহত হয়েছেন। তাঁদের রেয়াপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback