বিধানসভা ভোটের মুখে রাজ্যের বিভিন্ন পুরসভায় পুর প্রশাসক হিসেবে রাজনৈতিক ব্যক্তিত্বকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সোমবারের মধ্যেই সেই নির্দেশ কার্যকর করার কথা বলেছিল কমিশন। এবার সেই নির্দেশ মেনে কলকাতা সহ বিভিন্ন পুরসভা এবং পুর নিগমের প্রশাসকদের সরিয়ে দিল রাজ্য সরকার। এই মর্মে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর সোমবার এক নির্দেশিকা জারি করে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, কলকাতা পুরসভার নতুন প্রশাসক হলেন খলিল আহমেদ। তিনি দীর্ঘদিন পুরসভার কমিশনার পদে রয়েছেন। একইভাবে হাওড়া পুরসভার প্রশাসক হলেন অভিষেক ত্রিপাঠি, বিধাননগরের প্রশাসক হলেন দেবাশিস ঘোষ। আসানসোল পুরনিগমে দায়িত্ব পেলেন নীতীন সিংঘানিয়া এবং শিলিগুড়ি পুরনিগমে প্রশাসক হিসেবে বসানো হয়েছে সুরেন্দ্র গুপ্তাকে। উল্লেখ্য, করোনা অতিমারীর জেরে রাজ্যের বহু পুরসভায় বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেলেও সোখানে ভোট করানো যায়নি। ফলে সেখানে প্রশাসক বসিয়ে দিয়েছিল নবান্ন। তবে বিজেপি সহ বিরোধীদের দাবি, প্রশাসকের নামে দলীয় নেতাদের বসিয়ে দিয়েছে তৃণমূল। আর নির্বাচনী আচরণবিধি তোয়াক্কা না করে তাঁরা বিভিন্ন কাজ করছেন। এই অভিযোগ খতিয়ে দেখেই নির্বাচন কমিশন নির্দেশ দেয় পুরসভাগুলি থেকে প্রশাসক পদে রাজনৈতিক ব্যক্তিত্বদের সরিয়ে দেওয়ার জন্য।
Post a Comment
Thank You for your important feedback