পিছিয়ে গেল তৃণমূলের ইস্তেহার প্রকাশ, জরুরি বৈঠকে কোর কমিটি

 

দলের প্রধান মুখ এবং তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে চলেছে চিকিৎসা। তিনি কবে ছাড়া পাবেন তার ঠিক নেই। দলনেত্রীর এই আচমকা আঘাত যে প্রধানত তৃণমূল প্রার্থীদেরই বিপাকে ফেলেছে তা আর বলার অবকাশে নেই। ঠিক কতদিনের মধ্যে তিনি ফের স্বমহিমায় ফিরবেন সেটাই দলের অন্দরে প্রশ্ন। একই সাথে তাঁর অনপুস্থিতিতে প্রচারের মুখ কে হবেন তাও ভাবনার মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ পিছিয়ে গেল বলেই সূত্রের খবর। কবে সেটা প্রকাশিত হবে সেটাও তৃণমূলের তরফে নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে জানা যাচ্ছে নেত্রী কিছুটা সুস্থ হলে আগামী সপ্তাহেই তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশের সম্ভাবনা রয়েছে। 


এরপরও প্রশ্ন উঠছে, জোরকদমে যে প্রচার চলছিল, এবারে কী স্ট্রাটেজি বদলাতে হবে তৃণমূলকে? বৃহস্পতিবার বারবেলায় এই নিয়ে বিশেষ সভা ডাকা হল কালীঘাটে তৃণমূলের নির্বাচনী কার্যালয়ে। এদিন বিকেল ৪টেয় দলের কোর কমিটির সদস্যরা এই জরুরী বৈঠকে উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে।  বুধবার মমতার সফর সঙ্গী ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী। তিনিই আজকের সভার পৌরোহিত্য করবেন বলে সূত্র মারফত খবর।      

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post