ঠিক এক বছর আগে ঠিক এই সময়ে লকডাউন করতে বাধ্য হয়েছিল কেন্দ্রীয় সরকার এবং
রাজ্য সরকারও | টানা দু মাস মানুষ গৃহবন্দী ছিল | ঠিক দু তিন মাসেই
সংক্রামিত হয়ে কয়েক লক্ষ মানুষ অসহায় হয়ে পড়েছিল, মৃত্যুও হয়েছিল বিস্তর |
এই করোনা আবহে কর্মহীন হয়েছে লক্ষ লক্ষ মানুষ, আজও দিন ফেরে নি তাদের |
নভেম্বর থেকে সক্রামণ এবং মৃত্যু কমে এসেছিলো | কিন্তু ফেব্রুয়ারিতে ফের
ফায়ার এলো সংক্রমণ | ভয়াবহ অবস্থা মহারাষ্ট্র এবং লাগোয়া রাজ্যগুলিতে |
বাংলাতেও বাড়ছে প্রকোপ |
প্রকোপ বাড়লেও বাংলায় এখন ভোট ফলে লকডাউন হওয়ার
সম্ভাবনা নেই | কিন্তু ভোট দেখে তো আর সক্রামণ থেমে থাকবে না | প্রায়
প্রতিদিনই বড় বড় মিটিং হচ্ছে | জমায়েত নিয়েই সমস্যা | দুর্গাপুজো থেকে ঈদ,
প্রতি উৎসবে সংযত ছিল মানুষ কিন্তু ভোটে কে কাকে আটকায় | সবচেয়ে ভয়ের বিষয়
মাস্ক ফেলে দিয়েছেন অনেকেই | এটা আইন করে বাধ্যতামূলক করবে তারও উপায়ে নেই
কারণ কেয়ারটেকার সরকার |
Post a Comment
Thank You for your important feedback