কলকাতায় এবার ক্রমাগত চড়বে তাপমাত্রার পারদ। জানাল আলিপুর হাওয়া অফিস। পড়শি রাজ্য ঝাড়খণ্ডে তাপপ্রবাহের সৃষ্টি হতে পারে এমনটাই আশঙ্কা করছেন আবহবিদরা। চলতি সপ্তাহের মাঝামাঝি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূমে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলার পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার অর্থাৎ আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমান সর্বাধিক ৯৩ শতাংশ। সৰ্বনিম্ন ৩৯ শতাংশ। তাপপ্রবাহের কারণে বাড়বে গরম. তাপমাত্রার পাশাপাশি অস্বস্তি বাড়াচ্ছে বাতাসের আপেক্ষিক আদ্রতা। যার জেরে নাজেহাল হয়ে পড়ছেন সাধারণ মানুষ।
আবহাওয়া
দফতর সূত্রে খবর, আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস,
বাঁকুড়ায় পারদ ছুঁয়েছে ৩৬.৩ ডিগ্রিতে, ব্যারাকপুরে তাপমাত্রা ছিল ৩৪.৪
ডিগ্রিতে, বর্ধমানের তাপমাত্রা ছুঁয়েছে ৩৭.৮ ডিগ্রিতে, ক্যানিংয়ে
তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি, কাঁথির পারদ ছিল ৩২.২ ডিগ্রিতে, কোচবিহারের
তাপমাত্রা ৩০.১ ডিগ্রি, দার্জিলিঙের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ১৪
ডিগ্রিতে, ডায়মন্ডহারবারে পারদ পৌঁছেছে ৩৩ ডিগ্রিতে, দিঘায় তাপমাত্রা
ছুঁয়েছে ৩১.৮ ডিগ্রি, দমদমের তাপমাত্রা ৩৪.৮ ডিগ্রি, হলদিয়ার তাপমাত্রা
৩১.৯ ডিগ্রি, জলপাইগুড়িতে পারদ ছুঁয়েছে ৩০.২ ডিগ্রি, কালিম্পঙে ২১.৫
ডিগ্রি, কৃষ্ণনগরের ৩৫ ডিগ্রি, মালদা ৩২.৩ ডিগ্রি, মেদিনীপুরে তাপমাত্রা
ছুঁয়েছে ৩৪.৫ ডিগ্রিতে, পানাগড়ে ৩৪.৬ ডিগ্রি, পুরুলিয়ায় ৩৬.৪ ডিগ্রি,
সল্টলেকে ৩৩.৯ ডিগ্রি, শিলিগুড়ির তাপমাত্রা ২৯.০ ডিগ্রি, শ্রীনিকেতনে ৩৩.৬
ডিগ্রি। গোটা মার্চ মাস জুড়েই চড়বে পারদ। এর জেরে রাজ্যবাসীকে পড়তে হবে
আদ্রতাজনিত অস্বস্তির মুখে।
Post a Comment
Thank You for your important feedback