কলকাতা নাইট রাইডার্সের থেকেও লজ্জাজনক হার সানরাইজার্স হায়দরাবাদের। বুধবার আইপিএলে তাঁরা মুখোমুখি হয়েছিল রয়াল চ্যালেঞ্জ বেঙ্গালুরুর (আরসিবি)। প্রথমে ব্যাট করে আরসিবি তোলে মাত্র ১৪৯ রান। আইপিএল-এর নিরিখে নিতান্তই সাদামাটা টার্গেট। ডিভিলিয়ার্স, কোহলি দুজনেই ব্যর্থ, আরসিবি-র ইনিংস একাই টানলেন গ্লেন ম্যাক্সওয়েল। ঠান্ডা মাথায় করে গেলেন ৪১ বলে ৫৯ রান। নাহলে কোহলিরা ১৪৯ রানেও পৌঁছাতে পারতো না। জবাবে ভালোই শুরু করেছিল হায়দরাবাদ। দ্বিতীয় ইনিংসের ১৬ ওভারেও ম্যাচের রাশ তাঁদের হাতেই ছিল। কিন্তু আচমকা খেলা ঘুরিয়ে দিলেন বাংলার তরুণ পেসার শাহবাজ আহমেদ। ওই এক ওভারেই তিনি তুলে নিলেন জনি বেয়ারস্টো, মণীশ পান্ডে-সহ তিনটি উইকেট। ফলে হারতে হারতেও ম্যাচ জিতে গেলেন বিরাট কোহলিরা। ভালোই ব্যাট করলেন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তাকে যোগ্য সঙ্গত দিলেন মনীশ পান্ডে। দ্বিতীয় উইকেটে পার্টনারশিপ করলেন ৮৩ রানের। কিন্তু ওয়ার্নার ৫৪ রানে ফিরতেই হায়দরাবাদের ধসের শুরু। ১৭তম ওভারে বাংলার শাহবাজ আহমেদ ফিরিয়ে দিলেন বেয়ারস্টো, মণীশ এবং আবদুল সামাদকে। ম্যাচ ওখানেই শেষ হয়ে যায়। জেতা ম্যাচ হাতছাড়া হল হায়দরাবাদের, আর অবিশ্বাস্য জয় পেল কোহলির আরসিবি।
Post a Comment
Thank You for your important feedback