দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতেই অক্সিজেনের আকাল দেখা দিয়েছে বিভিন্ন রাজ্যে। অবস্থা যে গুরুতর সেটা বুঝতে দেরি করেনি কেন্দ্রীয় সরকার। বিভিন্ন রাজ্যেই দেখা দিয়েছে ভয়াবহ অক্সিজেনের আকাল। করোনা রোগীদের জন্য অক্সিজেনের যোগান দিতে এবার উদ্যোগী হল রেলমন্ত্রক। রীতিমতো গ্রীন করিডর তৈরি করে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হবে তরল অক্সিজেন (liquid medical oxygen বা LMO) এবং অক্সিজেন সিলিন্ডার। RoRo (Roll on Roll off) সার্ভিসের মাধ্যমে তরল অক্সিজেন বোঝাই ট্রাক মালগাড়িতে (Flat Wagons) তুলে দেশের বিভিন্ন প্রান্তে পাঠাতে শুরু করেছে রেলমন্ত্রক। যার পোশাকী নাম দেওয়া হয়েছে ‘Oxygen Express’। রেল সূত্রে জানা যাচ্ছে, মহারাষ্ট্র মধ্যপ্রদেশের মতো রাজ্য রেলমন্ত্রকের কাছে আর্জি জানিয়েছিল জরুরী ভিত্তিতে তরল অক্সিজেনের ট্যাঙ্কার পৌঁছে দেওয়ার জন্য। এরপরই রেল সিদ্ধান্ত নেয় খালি ট্যাঙ্কারগুলি মুম্বইয়ের আশেপাশে কালাম্বলি এবং বোইসর রেল স্টেশন থেকে নেওয়া হবে। প্রথম পর্যায়ে ১০টি খালি ট্যাঙ্কার লোড করা হয়েছে। এবং liquid medical oxygen ট্যাঙ্কার লোড করার জন্য ভাইজাগ এবং জামশেদপুর, রাউরকেলা এবং বোকারোতে পাঠানো হবে। সেখান থেকে সেই ট্যাঙ্কারগুলি একইভাবে মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে পৌঁছে দেবে রেল। এরজন্য রীতিমতো গ্রীন করিডর তৈরি করছে রেল।
Post a Comment
Thank You for your important feedback