শীতলকুচিতে মৃতদের ক্ষতিপূরণ দেবে রাজ্য, অনুমতি কমিশনের

শনিবার রাজ্যে চতুর্থ দফার নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার যুবকের মৃত্যুর ঘটনায় রাজনৈতিক টানাপোড়েন অব্যহত। এরমধ্যেই মৃতদের ক্ষতিপূরণের কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ওই চারজনের শেষকৃত্য সম্পন্ন হয়। এদিকে রাজ্য সরকারকে ওই চারজনের পরিবারকে শর্তসাপক্ষে ক্ষতিপূরণ দেওয়ার অনুমতি দিল নির্বাচন কমিশন। এরপরই রাজ্যের তরফে মৃতদের পরিবারকে ৫ লাখ এবং আহতদের ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করে নবান্ন। যদিও নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে এই ক্ষতিপূরণের কথা ভোট প্রচারে ব্যবহার করা যাবে না। অর্থাৎ শাসকদল বা মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণের কথা রাজনৈতিক প্রচারের উল্লেখ করতে পারবে না। ক্ষতিপূরণের টাকা নিহত ও আহতদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেবেন জেলাশাসক বা তাঁর কোনও প্রতিনিধি। 


শনিবার রাতে শিলিগুড়ি পৌঁছেও এদিন শীতলকুচি যাওয়া হয়নি মমতার। তিনি শিলিগুড়ি থেকে সাংবাদিক সম্মেলন থেকে সরাসরি ভিডিও কলে নিহতদের পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তিনি সাহায্যের আশ্বাস দিয়েছিলেন। এরপরই নির্বাচন কমিশনে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আবেদন জানায় নবান্ন। বলে রাখা ভালো, আদর্শ আচরণবিধি লাগু থাকলে কোনও ক্ষতিপূরণ দিতে হলে নির্বাচন কমিশনের অনুমতি নিতে হয়। এক্ষেত্রে তাই হয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post