একটা লোককথা আছে স্বামী স্ত্রীর প্রেম আলাদা করা যায় না একজন চলে গেলে আরেকজনকে টেনে নেয় যদিও এর কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই | কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় স্বামী বা স্ত্রীর মৃত্যুর পর অন্যজন মনোবেদনায় চলে যায় | উত্তমকুমারের মৃত্যুর পর বেশিদিন বাঁচেন নি গৌরী দেবী সেরকমই উত্তমের প্রিয় সতীর্থ সৌমিত্র চট্টোপাধ্যায় চলে গেলেন সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে | নভেম্বরে প্রয়াত হলেন সৌমিত্র এবং রবিবার গভীর রাতে প্রয়াত হলেন তাঁর স্ত্রী দীপা চট্টোপাধ্যায় | মৃত্যুর আনুমানিক সময় ভোর তিনটে |
দীপার সঙ্গে প্রেম সৌমিত্রর প্রথম ছবি করার সময় থেকে প্রায় | ১৯৬০ এ তাঁদের বিবাহ হয় | দীপা ভারতের বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন | ক্রীড়া প্রেমী সৌমিত্র, খেলোয়াড়ের প্রেমেই পড়েন | তাঁদের দুই ছেলে মেয়ে | মেয়ে পৌলোমী থিয়েটারের সঙ্গে যুক্ত | দীপা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন | পরে তাঁর কিন্ডনি খারাপ হয়ে যায় | শনিবার তাঁর অবস্থা খারাপ হয়ে যায় | সল্ট লেকের এক হাসপাতালে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন |
Post a Comment
Thank You for your important feedback