দিল্লির সূত্র মারফত জানা গেল শিশির অধিকারীর পুনর্বাসনের বিষয়ে নাকি সির্দ্ধান্ত নিয়ে নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিশিরবাবুকে রাজ্যপাল করার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে। শুভেন্দু দল ছাড়ার আগেই নেট দুনিয়ায় খবরটা ছড়িয়েছিলো যে শুভেন্দু বিজেপিতে যাচ্ছে সেই সাথে তাঁর বাবা শিশিরবাবুকে দল থেকে বের করে রাজ্যপাল করা হতে পারে। শেষ পর্যন্ত সেটাই সত্যি হতে চলেছে। শিশিরবাবুর বয়স ৮০ পার হয়ে গিয়েছে। পরপর তিনবারের সাংসদ, মন্ত্রীও হয়েছিলেন মমতার কল্যাণে। এবারে রাজ্যপাল। শোনা গেল, উত্তর পূর্ব ভারতের কোনও একটি রাজ্যে তাঁকে রাজ্যপাল করা হচ্ছে, তবে এখনও কয়েক মাস অপেক্ষা করতে হবে। শিশিরবাবুর বয়স হলেও শারীরিক ভাবে যথেষ্ট শক্তপোক্ত আছেন। বিজেপি নেতৃত্বের ইচ্ছা শিশিরবাবুকে পদত্যাগ করিয়ে কাঁথি লোকসভায় নতুন প্রার্থী দাঁড় করানোর, কারণ তিনি এখনও সরকারি ভাবে তৃণমূলের সাংসদ।
Post a Comment
Thank You for your important feedback