চতুর্থ দফার ভোটে বঙ্গে বৃষ্টির পুর্বাভাস


চতুর্থ দফার ভোটের সকালে আকাশের মুখ ভার।  আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গের বেশ কয়েকটি জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১ ঘন্টার মধ্যে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ঝোড়ো হাওয়া বইবে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি দেখা যাবে দক্ষিণবঙ্গে। ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে । যদিও ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমবে। শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি। বৃহস্পতিবার ও শুক্রবারের পর শনিবারে দক্ষিণবঙ্গে মিলবে স্বস্তি। উল্লেখ্য, ঝাড়খণ্ডে ঘূর্নাবাত তৈরী হয়েছে। যার কারণেই এই আবহাওয়া। অন্যদিকে সকাল থেকেই চতুর্থ দফার ভোটপর্ব শুরু হয়েছে। তবে ভোট দিতে লাইনে দাঁড়ালেও ভোটারদের ও  কিছুটা স্বস্তি মিলবে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post