মায়ানমারে সেনা নিয়ন্ত্রিত ব্যাংকে বিস্ফোরণ

 

মায়ানমারের যানমজনতা এবার সেনাদের ওপর চড়াও হল. যেখানে অত্যহত্যার পথ বেঁচে নিয়েছিল জুন্টা। কিন্তু তা না করেই পাল্টা প্রতিরোধ করতে সেনদের ওপর ঘেরাও। এদিকে সেনার ওপর চোরাগোপ্তা হামলা চালাচ্ছে তারা। সোমবার সকালে মান্দালয়ের মায়াদি ব্যাংকের বাইরে বিস্ফোরণ ঘটে। সেখানে এক নিরাপত্তাকর্মী গুরুতর জখম হন। এদিকে সেনার অকথ্য অত্যাচারে এ দেশের মৃতের সংখ্যা ৭০০ ছাড়াল।এই ব্যংকটি পরিচালনা করতো এই সেনারাই। ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে মায়ানামারের আমজনতা ব্যাংকটিকে বয়কট করতে শুরু করেছেন।  ব্যাংকে গচ্ছিত রাখা  অর্থও তুলে নিতে চাইছেন অনেকে। এর মাঝেই ব্যাংকটির সবচেয়ে বড় শাখার সামনে বিস্ফোরণের ঘটনায় নড়েচড়ে বসেছে সে দেশের সেনাবাহিনী।



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post