করোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্র এবং দিল্লিতে কিছুটা কমলেও, হটাৎ করে বাড়ছেও | দিল্লিতে মঙ্গলবার বেশ কিছুটা কমেছিল | নিয়মিত সেখানে ২৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছিলো, মঙ্গলবার সেটাই কমে ২০ হাজারের মধ্যে নেমে গিয়েছিলো কিন্তু বুধবার আবার বেড়ে ২৪,১৪৯ হয়েছে | মৃত্যুও বেড়ে ৩৮১ হয়েছে সরকারি মতে | দিল্লির অবস্থা নিয়ে বেশ সমস্যা সরকারের | অন্যদিকে নিয়মিত হরে করোনা সংক্রমণ বাড়ছে উত্তর প্রদেশে | ওই রাজ্যের বিরোধীদের বক্তব্য পুরো ব্যাপারটা প্রকাশ করুক যোগী সরকার | তিনি আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা নাকি সঠিক ভাবে প্রকাশ করছেন না |
Post a Comment
Thank You for your important feedback