পুলওয়ামায় ফের সেনা ও জঙ্গির লড়াই


 

 

ফের জম্মু-কাশ্মীরে পুলওয়ামায় উত্তপ্ত পরিস্থিতি। সেনা জঙ্গির মধ্যে আবারো সংঘর্ষ। কাশ্মীরে রীতিমতো সেনা ও জঙ্গির গুলিবর্ষণ চলছে। কাশ্মীরে পুলওয়ামায় কাকাপোড়া এলাকায় এনকাউন্টার। খতম হয় ১ জঙ্গি। যদিও ভোর থেকেই চলতে থাকে সেনার সাথে জঙ্গিদের লড়াই। এলাকায় কর্ডন করে রাখা হয়েছে। এই ঘটনায় বন্ধ করা  হয়েছে ইন্টারনেট পরিষেবা। সূত্রের খবর অনুযায়ী , সেখানে জঙ্গিরা লুকিয়ে থাকায় সেই খবর পেয়ে সেনারা গুই চালায়। বেশ কয়েক জঙ্গি লুকিয়ে রয়েছে।তবে সেনারা কর্ডনে প্রস্তুত রেখেছে এনকাউন্টারে জন্য।  ইতিমধ্যে জম্মু ও কাশ্মীরে পুলিশ এই খবর টুইট করেছে। আবারো উত্তপ্ত হয়ে উঠলো এই পুলওয়ামা।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post