দফা আটঃ কলকাতায় বোমাবাজি, দফায় দফায় অগ্নিগর্ভ মানিকতলা-বেলেঘাটা

অষ্টম দফা ভোট শুরুর কয়েক ঘন্টার মধ্যেই উত্তেজনা ছড়াল মানিকতলায়। তুমুল বিক্ষোভের মুখে পড়লেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। এমনকি তাঁকে লাথি মারার অভিযোগ করলেন বিজেপি প্রার্থী। অন্যদিকে তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডের অভিযোগ, কৌল্যাণ চৌবেই এলাকায় বহিরাগত নিয়ে এসে গোলমাল পাকাচ্ছেন। সবমিলিয়ে দফায় দফায় উত্তজনা ছড়াল মানিকতলা এলাকায়। শুরুটা হয় রামকৃষ্ণ সমাধি রোড এলাকায়। সেখানে অশান্তি শুরু হতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। তাঁকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকরা। 

 


এমনকি অভিযোগ তাঁকে বেধড়ক মারধোর করা হয়েছে। অভিযোগের তির স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ছেলের দিকে। সকাল থেকেই দফায় দফায় চলছে গোলমাল। জানা যাচ্ছে গোলমাল থামাতে গিয়ে আক্রান্ত হন এক পুলিশকর্মী। তাঁর উর্দি ছেঁড়া হয়েছে বলে অভিযোগ। অপরদিকে খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসেন তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে। তিনি অভিযোগ করেন এক মহিলা কর্মীকে ব্যাপক মারধোর করেছে বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। তবে পরিস্থিতি সামলাতে হিমশিম অবস্থা হয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর। তবে দু’দলের মারামারিতে রক্তাক্ত হয়েছেন বেশ কয়েকজন সমর্থকের। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। 



অপরদিকে প্রায় একই চিত্র দেখা গেল কলকাতার বেলেঘাটায়। বৃহস্পতিবার সকাল থেকেই দফায় দফায় তুমুল উত্তেজনা ছড়াল বেলেঘাটার বিভিন্ন এলাকায়। বেলা বাড়তেই কার্যত রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। প্রথমে বচসা, এরপরই শুরু হয়ে যায় দু’দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ। অভিযোগ, লাঠি, বাঁশ, হকিস্টিক নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। এমনকি বোতল ছোঁড়াছুড়িও থেকে ইট বৃষ্টিও শুরু হয়ে যায় পুরোদমে। এক বিজেপি সমর্থককে রাস্তায় ফেলে বেধড়ক মারধোর করা হয়েছে বলে অভিযোগ, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


অভিযোগের তির শাসকদলের দিকে। পরে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অপরদিকে সকাল থেকেই কলকাতার কয়েকটি জায়গায় বোমাবাজির খবর পাওয়া গিয়েছে। প্রথমে সাত সকালে মহাজাতি সদনের সামনে বোমাবাজি হয়। পরে রবীন্দ্র সরণী, সেন্ট্রাল অ্যাভিনিউতেও বোমা পড়ে। অভিযোগ, বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের গাড়িতেও হামলা হয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post