করোনা সংক্রামিত সংখ্যা কয়েকদিনে ২৪ লক্ষ ছাড়ালো | শতাংশের হারে বাড়ছে মৃত্যুও | ২০২০র কোভিড ১৯ আজ ইতিহাসের পাতায় ঢুকে গিয়েছে, শুরু হয়েছে নব অধ্যায় | এখনো পর্যন্ত সরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা ১,৬২,৬৩,৬৯৫ গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩,৩২,৭৩০ | মৃত্যু সাকুল্যে ১,৮৬,৯২০ , ২৪ ঘন্টায় ২,২৬৩ | সমস্যা বহু প্রথমত অক্সিজেনের অভাব দ্বিতীয়ত ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না | একই অবস্থা এই বাংলায় | ভ্যাকসিন নেই | বেসরকারি হেলথ সেন্টারও জানাচ্ছে স্টক নেই | ফলে আজ এক ভয়ঙ্কর অবস্থার মধ্যে রয়েছে ভারত |
India reports 3,32,730 new #COVID19 cases, 2,263 deaths and 1,93,279 discharges in the last 24 hours, as per Union Health Ministry
— ANI (@ANI) April 23, 2021
Total cases: 1,62,63,695
Total recoveries: 1,36,48,159
Death toll: 1,86,920
Active cases: 24,28,616
Total vaccination: 13,54,78,420 pic.twitter.com/LKQMB5pUOE
Post a Comment
Thank You for your important feedback